Privacy Policy – Shikkhar Asor
আপনার গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই ব্লগ (Shikkhar Asor – https://shikkharasor.blogspot.com) এ আমরা ভিজিটরদের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নিচে আমরা ব্যাখ্যা করছি, কীভাবে তথ্য সংগ্রহ, ব্যবহার এবং সংরক্ষণ করা হয়।


তথ্য সংগ্রহ
আমরা সাধারণত কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। তবে আপনি যদি মন্তব্য করেন, সাবস্ক্রাইব করেন, বা আমাদের সাথে যোগাযোগ করেন, তখন আপনার নাম ও ইমেইল ঠিকানা সংগ্রহ হতে পারে শুধুমাত্র যোগাযোগের উদ্দেশ্যে।

কুকিজ (Cookies)

এই ব্লগে Google-এর কুকিজ ব্যবহার হতে পারে, বিশেষ করে নিচের কারণে:


কনটেন্ট ও বিজ্ঞাপন পার্সোনালাইজ করার জন্য
ট্রাফিক ও ব্যবহার বিশ্লেষণের জন্য (Google Analytics)
আপনি চাইলে আপনার ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন।

2 তৃতীয় পক্ষের বিজ্ঞাপন (Third-party Ads)

আমাদের ব্লগে Google AdSense অথবা অন্যান্য তৃতীয় পক্ষের বিজ্ঞাপন সিস্টেম ব্যবহার করা হতে পারে। এরা তাদের নিজস্ব কুকিজ ব্যবহার করতে পারে, যেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে।
3. বাহ্যিক লিংক

Shikkhar Asor ব্লগে অন্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। আমরা সেই বাহ্যিক সাইটগুলোর কনটেন্ট বা গোপনীয়তা নীতির জন্য দায়ী নই।
4. পরিবর্তন

এই গোপনীয়তা নীতিমালায় সময়ের সাথে পরিবর্তন আসতে পারে। যেকোনো পরিবর্তন এই পাতায় প্রকাশ করা হবে।


5. যোগাযোগ

আপনার যদি এই নীতিমালা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচের ইমেইল ঠিকানায় যোগাযোগ করুন:
📧 Email: ruhuliuice@gmail.com