ব্যাংকের সেভিংস একাউন্ট করতে কি কি ডকুমেন্টস লাগে আজকের এই পর্বে আমরা সেটাই জানব

বাংলাদেশের ব্যাংক গুলতে কয়েক ধরণের ব্যাংক একাউন্ট হয়ে থাকে যেমনঃ 

১। সেভিং একাউন্ট যেটাকে আমরা বলছি সঞ্চয়ি একাউন্ট

২। কারেন্ট একাউন্ট বা চলতি একাউন্ট,

৩। ফিক্সট ডিপোজিট একাউন্ট বা এফ ডি আর

৪। ডিপিএস একাউন্ট


আজকে আমরা আলোচনা করব সেভিংস একাউন্ট করার জন্য কি কি ডকুমেন্টস লাগে ? 

ধরে নিলাম আপনি প্রাপ্ত বয়স্ক । কারণ অপ্রাপ্ত বয়স্কদের ব্যাংক একাউন্ট খোলার ডকুমেন্টস ভিন্ন। একটি কথা প্রথমেই বলে রাখি যার নামে একাউন্ট খোলা হবে তাকে স্ব শরীরে উপস্থিত থাকতে হবে। কারণ, ব্যাংকে কে ওয়াই সি একটা টার্ম আছে যা একাউন্ট ওপেনিং করার সময় পরিপালণ করা হয়। 

চলুন দেখি কি ডকুমেন্টস লাগে সঞ্চয়ি একাউন্ট করতে  

১। আপনার NID কার্ডের ফটোকপি/ ড্রাইভিং লাইসেন্স/ পাসপোর্টের ফটোকপি।

২। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি।

৩। একটি সচল ফোন নাম্বার যে নাম্বারে আপনি একাউন্টের আপডেট তথ্য পাবেন।

 যদি আপনি টাকা জমা বা উত্তোলন করেন এই নাম্বারে ম্যাসেজ পাবেন

৪। প্রাথমিক ভাবে আপনার একাউন্টে ৫০০/১০০০ টাকা জমা করতে হবে।

এবার আসি নমিনি ইনফরমেশনঃ 

আমরা হয়ত অনেকে জানি না নমিনি কি?  নিমিনি ঐ ব্যাক্তি যার নামে ব্যাংক একাউন্ট খোলা হয়েছে তার অনুপস্থিতিতে বা মারা গেলে ঐ একাউন্টের মালিক।

১। ১ কপি ছবি

২। ভোটার আইডি কার্ডের ছবি। 

আপনি যে সাক্ষর দিয়ে একাউন্ট খুলবেন সেই স্বাক্ষর আপনাকে স্বরণ রাখতে হবে কারণ, চেক দিয়ে টাকা উঠানোর সময় আপনার সেই স্বাক্ষর দিয়েই টাকা উঠাতে হবে। 

আজ এ পর্যন্তই.....................