Local Account এবং Administrator Account—দুটোই Windows-এ ব্যবহৃত ইউজার অ্যাকাউন্ট, তবে এদের ক্ষমতা ও ব্যবহার এক নয়। নিচে পার্থক্য এবং প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো।
ধরি, রহিম ভাই এবং করিম ভাই একই অফিসে কাজ করে । রহিম ভাই একজন সাধারণ কর্মচারি এবং করিম ভাই একজন ম্যানেজার। আসুন অফিসে তাদের কাজ করার ক্ষমতা সম্পর্কে জেনে নেই,
ধরি, রহিম ভাই এবং করিম ভাই একই অফিসে কাজ করে । রহিম ভাই একজন সাধারণ কর্মচারি এবং করিম ভাই একজন ম্যানেজার। আসুন অফিসে তাদের কাজ করার ক্ষমতা সম্পর্কে জেনে নেই,
Local Account → সাধারণ কর্মচারী (রহিম ভাই) যেসব কাজ করতে পারে
- অফিসে ঢুকতে পারে ✅
- নিজের ডেস্কে কাজ করতে পারে ✅
- কম্পিউটারে ফাইল তৈরি করতে পারে ✅
- কিন্তু, তার কম্পিউটার সার্ভার রুমে ঢোকার অনুমতি নেই ❌
- নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারে না ❌
- অন্যদের কাজ বা সেটিংসে হস্তক্ষেপ করতে পারে না ❌
Administrator Account → ম্যানেজার (করিম ভাই) যেসব কাজ করতে পারে
- অফিসের যেকোনো জায়গায় ঢুকতে পারে ✅
- নিজের কাজ ছাড়াও অন্যদের অ্যাক্সেস কন্ট্রোল করতে পারে ✅
- নতুন সফটওয়্যার ইনস্টল করতে পারে ✅
- অফিসের নীতিমালা (Computer Settings) পরিবর্তন করতে পারে ✅
- যেকোনো সমস্যার সমাধান করতে প্রশাসনিক অধিকার আছে ✅
Local Account কেন দরকার?
- পরিবারের সদস্য
- অফিস স্টাফ
- শিশুদের জন্য নিরাপদ অ্যাক্সেস
ব্যবহারকারী শুধুমাত্র নিজের কাজ করতে পারবে, গুরুত্বপূর্ণ ফাইল বা সেটিংস পরিবর্তন করতে পারবে না।
কম ঝুঁকি (ভুলবশত গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল ডিলিট বা পরিবর্তন হওয়া থেকে রক্ষা করে)।
কম ঝুঁকি (ভুলবশত গুরুত্বপূর্ণ সিস্টেম ফাইল ডিলিট বা পরিবর্তন হওয়া থেকে রক্ষা করে)।
Administrator Account কেন দরকার ?
- সফটওয়্যার ইনস্টল/আনইনস্টল করার জন্য
- Windows সেটিংস, গ্রুপ পলিসি, ইউজার পারমিশন ইত্যাদি পরিবর্তন করার জন্য
- CMD বা PowerShell-এ অ্যাডভান্সড কমান্ড চালানোর জন্য
"Member of" কী?
যখন আপনি একটি ইউজার অ্যাকাউন্টের Properties (Right-click > Properties > Member Of tab) দেখেন, তখন সেখানে লেখা থাকে:
Member of:- Administrators,
- Users,
- Guests, etc.
Windows-এ “Member of” বলতে বোঝানো হয় একটি ইউজার কোন কোন গ্রুপের (Group) সদস্য — অর্থাৎ, সে ইউজারটি কী ধরণের অনুমতি বা ক্ষমতা (permissions/privileges) পাবে, তা নির্ধারণ করে।
উপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি, HP User টি Administrator গ্রুপের Account আমরা চাইলে যে কোন ইউজার কে এই গ্রুপে এ্যাড এবং রিমুভ করতে পারি ।
বিভিন্ন ধরনের User গ্রুপ ও তাদের ভূমিকা
Administrators সব ধরনের পরিবর্তন করার অনুমতি। সফটওয়্যার ইনস্টল, ইউজার ম্যানেজ, সিস্টেম সেটিংস ইত্যাদি।Users সীমিত অধিকার। নিজের ফাইল ব্যবহার করতে পারবে, কিন্তু গুরুত্বপূর্ণ সিস্টেম পরিবর্তন করতে পারবে না।
Guests সবচেয়ে সীমিত অধিকার। সাময়িকভাবে ব্যবহার করার জন্য, স্থায়ী ফাইল সংরক্ষণ করতে পারে না।
উদাহরণ:
একজন ইউজার যদি "Administrators" গ্রুপের member হয়, তাহলে সে যেকোনো কিছু ইনস্টল করতে পারবে, ফাইল ডিলিট করতে পারবে, এবং সিস্টেমে বড় পরিবর্তন আনতে পারবে।
কিন্তু যদি সে শুধুমাত্র "Users" গ্রুপের member হয়, তাহলে তাকে কিছু কাজের জন্য "Run as administrator" করতে হবে।
0 Comments