Server কি?

Server যার বাংলা অর্থ দাঁড়ায় যে সেবা দিয়ে থাকে । এটি এমন এক ধরণের শক্তিশালি কম্পিউটার যা ২৪/৭ সেবা দিয়ে থাকে । ২৪/৭ সেবা দেয়ার জন্য এটি সর্বদা একটিভ থাকতে হয়। এজন্য আমাদের দরকার নন স্টপ পাওয়ার সাপ্লাই। সাধারনত ক্লায়েন্টের জন্য সে সর্বদা ডাটা আদান প্রদান সেবা দিয়ে থাকে । একটি সার্ভার কম্পিউটার এবং একটি সাধারণ কম্পিউটার এক নয়। এদের হার্ডওয়্য়ার এবং সফটওয়্যার গত অনেক পার্থক্যা আছে। একটা পার্থক্য বললে বুঝতে পারবেন, উইন্ডোজ টেন সর্বোচ্চ ২ টেরাবাইট সাইজ পর্যন্ত র‍্যাম সাপোর্ট করতে পারে, সেখানে উইন্ডোজ সার্ভার ২৪ টেরাবাইট পর্যন্ত র‍্যাম সাপোর্ট করে। এজন্য আমরা বলতে পারি

সকল সার্ভার একধরনের কম্পিউটার কিন্তু সকল কম্পিউটার সার্ভার নয়

 Windows Server কি? 

Windows Server এক ধরণের অপারেটিং সিস্টেম যা সার্ভার কম্পিউটার গুলোর জন্য তৈরি করা। এটি দেখতে সাধারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম গুলোর মত হলেও এর ফাংশন গুল ভিন্ন। সাধারণ উইন্ডোজ ও উইন্ডোজের সার্ভার ভার্শন একই কোডের ওপরে তৈরি করার ফলে এগুলো অনেকটা একই রকম ফাংশন পারফরম করে। উইন্ডোজ সার্ভার ২০০৩ উইন্ডোজ এক্সপির সার্ভার ভার্সন ছিল। আর বর্তমানের উইন্ডোজ সার্ভার ২০১৬ এবং ২০১৯ হচ্ছে উইন্ডোজ টেন-এর সার্ভার ভার্সন। 

সার্ভারের প্রকারভেদ
  1. File Server (ফাইল সার্ভার)
  2. ব্যবহারকারীদের জন্য ফাইল সংরক্ষণ, ভাগাভাগি ও অ্যাক্সেস করার সুবিধা প্রদান করে।
  3. Web Server (ওয়েব সার্ভার)
  4. ওয়েবসাইট ও ওয়েব অ্যাপ হোস্ট করতে ব্যবহৃত হয়। উদাহরণ: Apache, Nginx, IIS
  5. Database Server (ডাটাবেস সার্ভার)
  6. ডাটাবেস সংরক্ষণ ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: MySQL, Microsoft SQL Server, Oracle
  7. Mail Server (মেইল সার্ভার)
  8. ইমেইল পাঠানো, গ্রহণ ও সংরক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। উদাহরণ: Microsoft Exchange, Postfix
  9. DNS Server (ডিএনএস সার্ভার)
  10. ডোমেইন নামকে IP অ্যাড্রেসে রূপান্তর করে। এটি ওয়েব ব্রাউজিংয়ের জন্য অপরিহার্য।
  11. DHCP Server (ডিএইচসিপি সার্ভার)
  12. নেটওয়ার্কে স্বয়ংক্রিয়ভাবে IP অ্যাড্রেস প্রদান করে।
  13. Application Server (অ্যাপ্লিকেশন সার্ভার)ব্যবহারকারীদের অ্যাপ্লিকেশন চালাতে সাহায্য করে (যেমন ERP, POS, বা ওয়েব অ্যাপ্লিকেশন)
  14. Virtual Server / Hypervisor (ভার্চুয়াল সার্ভার)একটি হার্ডওয়ারে একাধিক ভার্চুয়াল সার্ভার তৈরি করে। উদাহরণ: VMware, Hyper-V।
  15. Proxy Server (প্রক্সি সার্ভার) 
  16. ইন্টারনেট অ্যাক্সেস নিয়ন্ত্রণ, নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষা করে।
  17. Print Server (প্রিন্ট সার্ভার)
  18. নেটওয়ার্কের মধ্যে এক বা একাধিক প্রিন্টার ব্যবহারের সুবিধা দেয়।