Fork: Fork কঠিন কোন বিষয় না । কারো গিটহাবে করা প্রজেক্টকে নিজের প্রোফাইলে নিয়ে আসাকেই বলা হয় Fork . এর জন্য আলাদা কোন কমান্ড নেই রান করার জন্য। নিচের ছবিতে লক্ষ্য করুন 




এবার আপনি কোডটি Clone করে অথাবা ডাউনলোড করে কোন জায়গায় Edit করার দরকার হলে Edit করে 4 Command use করে তারপর প্রোজেক্টটের মেইন Author কে Pull Request এর মাধ্যমে তাকে বলতে পারেন । ভাই, আপনার কোডে এই ভুল আছে বা আমি নতুন কোন ফিচার যোগ করছি আপনি চাইলে এটা মার্জ করে নিতে পারেন । তার যদি মনে হয় যে মার্জ করা দরকার তাহলে সে করে নিবে না হলে নাই। এসব সাধারনত কেউ করে না। যা করে তা হচ্ছে Clone . ডানদিকে কোডে ক্লিক করে ডাউনলোড লিংক কপি করুন এবং টারমিনালে নিচের কমান্ডটি রান করুন। 
git clone <download_link>