চলুন শুরু করা যাক মনে করেন আপনার একটা ২০ শতক জমি আছে । এখন আপনি চাচ্ছেন সেখানে ৩/৫ টি বাড়ি বানাবেন। এই বাড়ি গুলোর একটা আরেকটার মধ্যে ১০০ সে.মি দূরে ফাকা রেখে বানাবেন। তার পর বাড়ি বানানো শুরু তার মানে দেয়াল দেয়া শুরু। আস্তে আস্তে বাড়ি বানানো শেষ । এবার ঘরের মধ্যে ফার্নিচার ঢুকাবেন। আপনি ভাবছেন ফার্নিচার দেয়ালের সাথে লেগে থাকলে খারাপ দেখা যায় তাই এগুল ১৫ সে.মি করে দেয়াল থেকে দূরে বসাবেন। বাস হয়ে গেল
এবার একই এনালজি ব্যবহার করেন ওয়েবসাইট বানানোর জন্য । ২০ শতক জমিটা আপনার Web Page এর যায়গা। আর বাড়িগুলোর মধ্যে ফাকা দূরত্ব আপনার margin । ঘরের দেয়াল আপনার Border । দেয়াল এবং ফার্নিচারের মধ্যে যে দূরত্ব তা হচ্ছে Padding. ফার্নিচার গুল আপনার Content যেগুল বিভিন্ন ট্যাগের মাধ্যমে লেখা হয়।

0 Comments