বুটস্ট্রাপ টাইপোগ্রাফ

  1.  <h1> থেকে <h6> হেডিং ট্যাগ হিসেবে ব্যাবহার করা হয়।
  2. <mark> ট্যাগ ব্যাবহার করা হয় টেক্সট কে হাইলাইট করার জন্য।
  3. <blockquote><p>this is ruhul<footer>bilash</footer></p></blockquote> কোটেশন আকারে দেখাবে
  4. <code> </code> প্রোগ্রামিং কোড আকারে দেখাবে। 
  5. <kbd> Cntrl + S</kbd> কি বোর্ড শর্টকাট হাইলাইট করে দেখাবে 
  6. <pre></pre> যতগুল স্পেস দিব টেক্সটের মধ্যে ততগুলই দেখাবে 
উপরের সবগুল ট্যাগ Div দিয়ে container / container-fluid class এর মধ্যে বসাতে হবে

ব্যাগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার ক্লাস 

  1. text-/bg- primary
  2. text-/ bg- success
  3. text-/bg- warning
  4. text-/bg- danger
  5. text-/bg- info/muted

leadএকটি প্যারাগ্রাফকে লক্ষ্যনীয় করে তু্লে।উদাহরণ দেখুন
smallছোট টেক্সটকে নির্দেশ করে (প্যারেন্টের ৮৫% সাইজে সেট করে)উদাহরণ দেখুন
text-leftটেক্সটকে বামে এ্যালাইন করে।উদাহরণ দেখুন
text-centerটেক্সটকে মাঝখানে এ্যালাইন করে।উদাহরণ দেখুন
text-rightটেক্সটকে ডানে এ্যালাইন করে।উদাহরণ দেখুন
text-justifyটেক্সটকে justify করে।উদাহরণ দেখুন
text-nowrapটেক্সটে no wrap করে।উদাহরণ দেখুন
text-lowercaseছোট হাতের লেখাতে পরিনত করে।উদাহরণ দেখুন
.text-uppercaseবড় হাতের লেখাতে পরিনত করে।উদাহরণ দেখুন
text-capitalizeলেখাকে capitalize করে।উদাহরণ দেখুন
list-unstyledডিফল্ট লিস্ট-স্টাইল এবং বাম দিকের মার্জিন মুছে ফেলে(<ul> এবং <ol> উভয়ের ক্ষেত্রে কাজ করে )। এই ক্লাস শুধু নেস্টেড লিস্টের সবচেয়ে কাছাকাছি লিস্টে ব্যবহার হয় (এই ক্লাস যেকোনো নেস্টেড লিস্টের ডিফল্ট লিস্ট-স্টাইল মুছে দেয়)।উদাহরণ দেখুন
list-inlineসকল লিস্ট আইটেমকে একটি একক লাইনে পরিনত করে ফেলে।উদাহরণ দেখুন
dl-horizontalএকের পর এক লিস্টের বর্ণনা দেয়।উদাহরণ দেখুন

source: https://www.sattacademy.com/bootstrap/bootstrap-typography.php