বুটস্ট্রাপ গ্রিড সিস্টেম
বুটস্ট্রাপ গ্রীড সিস্টেমের মাধ্যমে ওয়েবপেজকে ১২ কলামে ভাগ করা যায়। আপনি চাইলে নিজের ইচ্ছে মত কলাম নিয়ে কাজ করতে পারেন।
বুটস্ট্রাপ গ্রীড ক্লাস
- বুটস্ট্রাপ গ্রীড সিস্টেমে চারটি ক্লাস রয়েছেঃ
- xs (মোবাইলের জন্য)
- sm ( ট্যাবলেটের জন্য)
- md (ল্যাপটপের জন্য)
- lg (বড় ডেস্কটপের জন্য)
আপনি যে লে-আউট অর্জন করতে চান সেটি তৈরি পাওয়ার জন্য একটি কন্টেইনার তৈরি করুন ( <div class="container"> )।
তারপর একটি সারি তৈরি করুন (<div class="row">) এবং প্রয়োজনমতো কলামের সংখ্যা যুক্ত করুন। ( <div class ="col-*-* " ) ক্লাসের সাহায্যে)।
মনে রাখবেন প্রতি সারিতে সর্বোচ্চ ১২টি কলাম যুক্ত করা যায়।
<
<div class="row"> <div class="col-*-*"></div> </div> <div class="row"> <div class="col-*-*"></div> <div class="col-*-*"></div> <div class="col-*-*"></div> </div> <div class="row">...</div> <div class="row">...</div>

0 Comments