২০১৯-২০২০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। লিখিত এবং এম.সি.কিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোন অংশে কেমন প্রশ্ন হবে তা এখন জানানো হয়নি। 
২০১৯-২০ সেশনের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষার অনলাইন আবেদনের কার্যক্রম ৩১ জুলাই ( মঙ্গলবার ) বিকাল ৫.০০ টা থেকে শুরু করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অনুযায়ী অনলাইন ভর্তির আবেদন কার্যক্রম ৩১ জুলাই ( মঙ্গলবার ) শুরু হয়ে ২৬ আগস্ট (রোববার ) রাত ১২.০০ পর্যন্ত। আর পরীক্ষা শুরু হবে ২৮ সেপ্টেম্বর (শুক্রবার )। বিগত বছর গুলোর ধারাবাহিকতায় এবারের ভর্তি পরীক্ষা গ-ইউনিট ( বাণিজ্য ) দিয়েই শুরু হবে। 


 

  • অনলাইন ভর্তি কার্যক্রম শুরু 
৩১-জুলাই-২০১৯ বিকাল ৫.০০

  • অনলাইন ভর্তি কার্যক্রম শেষ 
২৬-আগস্ট -২০১৯ রাত ১২.০০

  • ক -ইউনিট: ২৮-সেপ্টেম্বর ২০১৯
  • খ -ইউনিট : ২১-সেপ্টেম্বর ২০১৯
  • গ -ইউনিট : ১৪-সেপ্টেম্বর ২০১৯
  • ঘ -ইউনিট : ১২-অক্টোবর ২০১৯
  • চ -ইউনিট : ১৫-সেপ্টেম্বর ২০১৯ (সাধারণ জ্ঞান ) এবং ২২- সেপ্টেম্বর ২০১৯ ( অঙ্কন )