ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের গনিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ ১৮২২ সালে Difference Engine আবিষ্কার করেন এবং ১৮৩৩ সালেে Analytical Engine নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহন করেন এবং এর নক্সাও তৈরি করেন। আধুনিক কম্পিউটারে এই Analytical Engine বৈশিষ্ট্য ( Arithmatic Unit ), ( Memory ) ( Control Unit ), ( Input/ Output Unit) বিদ্যমান ছিল। এজন্য চার্লস ব্যাবেজ কে আধুনিক কম্পিটারের জনক বলা হয়। কিন্তু সে তার কাজ শেষ করতে পারেন নি।
ক্রমাগত ভাবে চাহিদা, প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার ও আগ্রহের কারনে তৈরি করা হয় একের পর এক উন্নত মানের বা উন্নত প্রযুক্তির কম্পিউটার। কম্পিউটার আবিষ্কার করার সাল নিয়ে ভাল কোন নিরভরযোগ্য সুত্র খুজেও আমি পাইনি তবে,
১। ১ম বৈদ্যুতিক কম্পিউটার: Mark-1 ( Dr. Howard H. Aeiken and IBM) আবিষ্কার করেন ১৯৪৪ সালে।
২। তারপর আসে ABC Computer ( John Atanasoff and Clifford Berry) সালের ব্যাপারে দ্বি-মত রয়েছে
৩। ১ম ইলেকট্রনিক / ডিজিটাল কম্পিউটার: ENIAC-1 ( J. Presper Eckert and John Mauchly) ১৯৪৬ সালে আবিষ্কার করা হয়।
৪। ১ম প্রোগ্রাম সংরক্ষিত ইলেক্ট্রনিক কম্পিউটার : EDSAC ( Prof. Moaurice Wilkes) ১৯৪৯ সালে আবিষ্কার করা হয়।
৫। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার: UNIVAC-1 ( J. Presper Eckert and John Mauchly) ১৯৫১ সালে আবিষ্কার করা হয়।
সূত্র: Wikipedia
ক্রমাগত ভাবে চাহিদা, প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার ও আগ্রহের কারনে তৈরি করা হয় একের পর এক উন্নত মানের বা উন্নত প্রযুক্তির কম্পিউটার। কম্পিউটার আবিষ্কার করার সাল নিয়ে ভাল কোন নিরভরযোগ্য সুত্র খুজেও আমি পাইনি তবে,
১। ১ম বৈদ্যুতিক কম্পিউটার: Mark-1 ( Dr. Howard H. Aeiken and IBM) আবিষ্কার করেন ১৯৪৪ সালে।
২। তারপর আসে ABC Computer ( John Atanasoff and Clifford Berry) সালের ব্যাপারে দ্বি-মত রয়েছে
৩। ১ম ইলেকট্রনিক / ডিজিটাল কম্পিউটার: ENIAC-1 ( J. Presper Eckert and John Mauchly) ১৯৪৬ সালে আবিষ্কার করা হয়।
৪। ১ম প্রোগ্রাম সংরক্ষিত ইলেক্ট্রনিক কম্পিউটার : EDSAC ( Prof. Moaurice Wilkes) ১৯৪৯ সালে আবিষ্কার করা হয়।
৫। বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার: UNIVAC-1 ( J. Presper Eckert and John Mauchly) ১৯৫১ সালে আবিষ্কার করা হয়।
সূত্র: Wikipedia

0 Comments