আধুনিক বিশ্বের বর্তমানে জনপ্রিয় অনলাইন গেম ( playerUnkonwn's Battleground ) পাবাজি নেপালে গেমটি নিষিদ্ধ ঘোষণা করা হল। গেমটির বিষয়বস্তূ শিক্ষার্থীদের উপর ভয়ঙ্কর রকমের  রকমের প্রভাব ফেলছে বলে আশংকা করা হচ্ছে।  সংবাদ সংস্থা এ এফ পির প্রতিবেদনে বলে হয়, শুক্রবারে গেমটি নিষিদ্ধ করার ব্যাপারটি তারা নিশ্চিত করেছেন। 




এদিকে , বৃহস্পতিবার নেপালের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে গেমটি ব্লক করে দেয়ার নির্দেশ দেন।  

বার্তা সংস্থা এ এফ পি সূত্রে জানা যায়, দেশটির অভিভাবকমন্ডলী  ও স্কুলগুলি থেকে অনেক অভিযোগ পাওয়ার পর গেমটি নিষিদ্ধ করার জন্য নির্দেশ দেন কাঠমুন্ডু সর্বোচ্চ্য আদালত। 
নেপালের আগে ভারতের গুজরাটে গেমটি নিষিদ্ধ করা হয়েছিল। ২০১৭ সাল থেকে শুরু হয়ে ১০ কোটিবারের বেশি ডাউনলোড করা হয় গেমটি।