What is data Structure?
ডাটা স্ট্রাকচার হল, ডাটার গঠন। ডাটা স্ট্রাকচার এমন একটা কৌশল যার মাদ্ধমে আমরা ডাটা organize করতে পারি। যেটা কেবল ডাটা store করা বুঝায় না বরং ডাটা গুলোর মধ্যে সম্পর্ক প্রকাশ করে।Application of Data Structure .
১.অপারেটিং সিস্টেম ( উইন্ডোস , লিনাক্স )২.ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম
৩.কম্পাইলার ডিজাইন।
৪.স্ট্যাটিসটিকাল এনালাইসিস
৫. আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স।
type of data structure.
১.লিস্ট (a group of the similar data item with connectivity )২.array (a set of homogeneous value )
৩.রেকর্ড (A set of the field where field consist of data )
৪.ট্রি ( the data is organized in the hierarchical structure )

0 Comments