আপনি আমার পোস্ট টি পড়ছেন ধরে নিচ্ছি আপনার একটি ল্যাপটপ আছে এবং আমার মতোই আপনিও এই সমস্যার মধ্যে আছেন যেমন কিবোর্ডের কী Automatic কাজ করা, একটি Letter চাপলে অন্য একটি Letter কাজ করা। আর অনেক সমস্যা ।সমস্যা যেখানে আছে সমাধান সেখানে আছে। আগেই বলে রাখি এখানে Keyboard সর্ট বা তার না খুলে কিভাবে সমাধান করা যায় সেটা দেখব।
এখানে যে নির্দশনা দেয়া আছে তার মাধ্যমে ল্যাপটপের Built-In কীবোর্ড Disable করব। তারপর External Keyboard ব্যবহার করে আপনার সব কাজ করতে হবে। এতটুকু কষ্ট তো করতেই হবে। এই কাজটি প্রতিবার উইন্ডোস বা যেকোন অপারেটিং সিস্টেম দেওয়ার পর করতে হবে। আর যদি নতুন কীবোর্ড লাগানোর চিন্তা করেন নতুন কীবোর্ড কত দিন ভালো চলবে আমার জানা নেই কারন আমারটা বেশি দিন সার্ভিস দিতে পারে নি। Manual Process Step by Step
- Go to My Computer→Right Click→Properties→Device Manager→Keyboards
- Under keyboard option, Right Click on the keyboard you want to disable
3. Click Right Button and select Update Driver Software
4. Select browse my computer option.
5. Select below option and click on next:
6. Uncheck-”Show compatible hardware”
7. Select other manufacturers than yours
8. Select any model and click on next
9. A message will appear-”Driver updated…”
10. Restart Your Laptop and enjoy...

0 Comments