UPS এবং  IPS উভয়  DC Current সঞ্চয়ের মাধ্যমে AC Current সরবরাহ করে।  DC Current সঞ্চিত করার জন্য উভয় ডিভাইসের মধ্যে Battery থাকে।

UPS:  UPS-এর পূর্ণরূপ হলো- Uninterrupted ( নিরবিচ্ছিন্ন ) Power Supply. এটি একধরনের বিশেষ ইলেকট্রনিক ডিভাইস, যা বিদ্যুৎ প্রবাহ চলাকালীন সময় Voltage সঞ্চিত করে রাখে এবং কোন কারনে বিদ্যুৎ প্রবাহে ব্যাঘাত ঘটলে তাৎক্ষণিক কিছু সময়ের ( প্রায় ২০ মিলিসেকেন্ড ) জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করে বৈদ্যুতিক যন্ত্রপাতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করে।
সাধারনত Computer, Emergency Lighting-এ UPS ব্যবহার করা হয়।


IPS: IPS-এর পূর্ণরূপ হলো - Instant Power Supply. এটিও এক ধরনের ইলেকট্রনিক ডিভাইস, যা বিদ্যুৎ প্রবাহ চলাকালীন সময় Voltage সঞ্চিত করে রাখে এবং কোন কারনে বিদ্যুৎ প্রবাহে ব্যাঘাত ঘটলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করে  । UPS থেকে  IPS অনেক বেশি Voltage সঞ্চিত করে রাখতে সক্ষম এবং অনেক বেশি সময় ( কয়েক ঘন্টা ) বিদ্যুৎ সরবরাহ করে।
সাধারনত বাসাবাড়ি, ইন্ডাস্ট্রি, ল্যাবরোটারী রুমে IPS ব্যবহার করা হয়।