জিন থেরাপি (Gene  Therapy ) একটা ডাক্তারি এক্সপেরিমেন্টাল টেকনিক। মানবদেহে সুস্থ  জিন ব্যবহার করে রোগের চিকিৎসা করা হয়। 
এক কোথায় মানবদেহে  জীবের ক্ষতিকারক জিনকে অপসারণ করে সুস্থ জিন প্রতিস্থাপন করাকে জিন থেরাপি বলা হয়।  এই টেকনিকটা ডাক্তাররা ওষুধ অথবা সার্জারি পরিবর্তে ব্যবহার করে থাকে। বিভিন্ন ধরণের ক্যান্সার চিকিৎসায় জিন থেরাপি ব্যবহার করা হয়।  কোন একটা রোগের সর্বশেষ চিকিৎসা হিসেবে জিন থেরাপি ব্যবহার করা হয়।