Facebook Page এবং Facebook Group দুটোই কমিউনিটি Build up করার জন্য ব্যবহার করা হয়।

Facebook Page  ব্যবহার করা হয় মূলত কোন একটা কোম্পানি , ওয়েবসাইট অথবা যেকোন পণ্য পাবলিসিটি/ প্রচার করার জন্য।

অন্যদিকে , Facebook Group ব্যবহার করা হয় ঐ সকল কোম্পানি , ওয়েবসাইট অথবা যেকোন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করার জন্য।